আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে ফের আশিকুর, উপদেষ্টা মতিউর

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন এইচএন আশিকুর রহমান, আর উপদেষ্টা পরিষদের নতুন করে জায়গা পেয়েছেন অধ্যক্ষ মতিউর রহমান। দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এইচএন আশিকুর রহমান আওয়ামী লীগের বিগত কয়েক কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। কিন্তু গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনের পরে এই পদটি ফাঁকা রাখা হয়। আর মতিউর রহমান ধর্মমন্ত্রী ছিলেন। 

এর আগে গতকাল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ একেএম রহমত উল্লাহ, দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আবুল হাসনাত ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার ও ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক সাহাবুদ্দিন চুপ্পুকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ-এর গঠনতন্ত্রের ২৬ (ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ আওয়ামী লীগ-এর ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর উপদেষ্টা পরিষদের শূন্য পদে আরও ৩ জনকে উপদেষ্টা পরিষদের ‘সদস্য’ হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

নতুন চারজনসহ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলো ৪৭। দলটির গঠনতত্ত্ব অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্য হবেন ৫১ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন