বেদখলে থাকা খাসজমি উদ্ধারে সংসদীয় কমিটির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বেদখলে থাকা খাসজমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বর্তমানে এক লাখ একরের বেশি খাসজমি বেদখলে রয়েছে বলে জানা গেছে।

কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল ও নেছার আহমদ অংশগ্রহণ করেন। বৈঠকে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি জমি লিজ নিয়ে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করেছে, তাদের লিজ বাতিলের সুপারিশ করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন