দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বণিক বার্তা ডেস্ক

 নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল গভীর শ্রদ্ধায় দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের মানুষ এদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে তাদের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করে প্রতিনিধিদের পাঠানো খবর

বাগেরহাট: জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয় গতকাল সকাল ৮টায় বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়

সময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন

রাজবাড়ী: দিবসটি উপলক্ষে সকালে রাজবাড়ীর লোকোশেড বধ্যভূমিতে কলকাতার মহারানী কাশীশ্বরী কলেজের ১০ জন শিক্ষার্থীর একটি দল শ্রদ্ধা নিবেদন করেছে

এর আগে সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতরা পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা দোয়া মাহফিল

সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. এসএ সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজবাড়ী চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী

ময়মনসিংহ: সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে শুরু করে বধ্যভূমি গণকবর স্মৃতিফলক পর্যন্ত প্রভাতফেরি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর বাকৃবি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাত্পর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর . মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে প্রধান

অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . লুত্ফুল হাসান বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর . মো. ছোলায়মান আলী ফকির সময় প্রফেসর . সৈয়দ সাখাওয়াত হোসেন, প্রফেসর . এমএ সালাম, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর . একেএম জাকির হোসেন, প্রফেসর . মুহাম্মদ মহির উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী প্রফেসর . মো. জাহাঙ্গীর হোসেন, অ্যাডিশনাল রেজিস্ট্রার আরীফ জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন

নেত্রকোনা: শোক

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন