খুলনায় আ.লীগের সম্মেলন

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

 চার বছর পর আজ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের সম্মেলন এবার সার্কিট হাউজ ময়দানে নির্মিত একই মঞ্চে দলটির জেলা নগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে উপলক্ষে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে জেলা নগরীর বিভিন্ন স্থান ছেয়ে গেছে তোরণ ফেস্টুনে

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ খুলনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ওই সম্মেলনে শেখ হারুনুর রশিদ সভাপতি এসএম মোস্তফা রশিদী সুজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন এর নয় মাস পর গঠিত হয় পূর্ণাঙ্গ কমিটি ২০১৮ সালের ১৮ জুলাই সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা ইন্তেকাল করেন আর ২০১৪ সালের ২৯ নভেম্বর নগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে তালুকদার আব্দুল খালেক সভাপতি মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এরপর ২০১৬ সালের সেপ্টেম্বর নগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সে হিসাবে এবার চার বছর পর জেলা পাঁচ বছর পর নগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে

সূত্র জানায়, সম্মেলনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৬৭ জন নয়টি উপজেলা থেকে ১৫৭ জন কাউন্সিলর এবং হাজার প্রতিনিধি অংশ নেবেন আর নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৬৬ জন ৩৬টি ওয়ার্ড থেকে ১২ জন করে ৪৩২, পাঁচটি থানা থেকে পাঁচজন করে ২৫ জন কাউন্সিলর ছাড়াও ৩৬ সাংগঠনিক ওয়ার্ড থেকে ২০০ জন করে হাজার ২০০ জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে এজন্য সার্কিট হাউজ ময়দানে ৩০ হাজার মানুষের আসন ব্যবস্থা করা হচ্ছে

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য এছাড়া কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ের নেতারা সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে তবে সবার আগ্রহ নতুন কমিটি গঠন নিয়ে নতুন কেউ দায়িত্ব পাচ্ছেন নাকি পুরোনো নেতৃত্ব বহাল থাকছে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা

সম্মেলনসংশ্লিষ্টরা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি পদের জন্য তত্পরতা চালাচ্ছেন বর্তমান সভাপতি শেখ হারুনুর রশীদ, সহসভাপতি সোহরাব আলী সানা এবং অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান এর মধ্যে ১৯৯২ সাল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা শেখ হারুনুর রশীদ স্বপদে বহাল থাকতে পারেন কমিটির সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এসএম কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান বাবু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন