১১ দফা দাবিতে বরিশালে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

 ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বরিশালে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা সময় তারা গতকাল মধ্যরাত থেকে সারা দেশে নৌ ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকদের আটটি সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ধর্মঘট ডাকে

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহআলম ভূইয়া বলেন, ২০১৮ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত আমরা তিনবার ধর্মঘট ডেকেছি প্রতিবারই শ্রম মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার করানো হয় পরে নৌযান মালিকরা দাবিগুলো মেনে নেন না

শাহআলম ভূইয়া বলেন, গত বৃহস্পতিবার বিকালে ফেডারেশনভুক্ত সব সংগঠনের প্রতিনিধিদের সভা হয় সভায় সিদ্ধান্ত হয়েছে, যাত্রীবাহীসহ সব নৌযানের মালিক প্রতিনিধিদের উপস্থিতি ছাড়া শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বৈঠক বা দাবি মেনে নেয়ার আশ্বাস শ্রমিকরা মানবেন না

তবে লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, শ্রমিকরা সভা করেছিল শ্রম মন্ত্রণালয় বিআইডব্লিউটিএর সঙ্গে কিন্তু মালিকরা ওই সভায় যাননি কারণ তিন বছর আগেই শ্রমিকদের সব সুযোগ-সুবিধা দিয়ে চুক্তি হয়েছিল তাই এখন আর নতুন দাবির প্রশ্নই আসে না

এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে জনদুর্ভোগের পাশাপাশি বেড়ে যায় নিত্যপণ্যের দাম এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে

জানতে চাইলে বরিশাল-ঢাকা রুটের এমভি সুন্দরবন-১১ লঞ্চের প্রধান মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, আমরাও জনদুর্ভোগ চাই না কিন্তু আমাদেরও বাঁচতে হবে ১১ দফা আমাদের প্রাণের দাবি সরকার মালিকপক্ষ শ্রমিকদের দাবি গ্রাহ্য করছে না কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে নৌযান শ্রমিকদের দাবি পূরণ করলে কর্মবিরতিতে যাওয়ার প্রয়োজন হবে না

এদিকে ধর্মঘট সফল করতে দেশের অন্যতম বৃহৎ নৌবন্দর বরিশালে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নৌযান শ্রমিকরা এরই অংশ হিসেবে গতকাল বরিশাল নৌবন্দরে বিক্ষোভ করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন