হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমেছে

বণিক বার্তা প্রতিনিধি হিলি

 দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর কয়েক দিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম সেই ধারাবাহিকতায় গতকাল পাইকারি খুচরা বাজারে প্রতি কেজির দাম ১৫ টাকা পর্যন্ত কমেছে ব্যবসায়ীরা বলছেন, আগের তুলনায় চাহিদা কমায় এবং বাজারে আগের চেয়ে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতির দিকে রয়েছে

হিলি স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা যায়, দুদিন আগেও মিয়ানমার বাদে অন্যান্য দেশ থেকে আমদানীকৃত পেঁয়াজ পাইকারিতে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে গতকাল সেটি কমে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে আর খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা দুদিন আগেও বিক্রি হয়েছে ১৬৫ টাকা কেজি দরে তবে বাজারে এখনো অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি হচ্ছে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ ধরনের প্রতি কেজি পেঁয়াজ ১৭০ টাকায় বিক্রি হচ্ছে আর প্রতি কেজি পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়

এদিকে দাম কিছুটা কমলেও নিত্যপণ্যটির দাম এখনো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ভ্যানচালক সোহরাব হোসেন নামে এক ক্রেতা জানান, আগে এক কেজি পেঁয়াজ ১৫-২০ টাকা কেজি দরে কিনলেও বাড়তে বাড়তে বর্তমানে সেটি এখন ১৫০ টাকায় কিনতে হচ্ছে এতে আমাদের মতো খেটে খাওয়া সাধারণ মানুষের পক্ষে পেঁয়াজ কিনতে হিমশিম খেতে হচ্ছে আমাদের তো আয় বাড়েনি, তার কারণে পেঁয়াজ কিনতে পারছি না আগে এক কেজি পেঁয়াজ কিনলেও এখন দাম বাড়ার কারণে ২৫০ গ্রাম অথবা ৫০০ গ্রাম পেঁয়াজ কিনছি

একই কথা জানিয়েছেন হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরেক ক্রেতা বিলকিস বেগম তিনি বলেন, সাধারণ মানুষের এত দামে পেঁয়াজ কিনে খাওয়ার সামর্থ্য নেই গতকাল পেঁয়াজের কারণে তরকারি রান্নাই করতে পারিনি তাই বাধ্য হয়ে পাতা পেঁয়াজ কিনতে এসেছি সময় তিনি সুলভমূল্যে টিসিবির পেঁয়াজ অঞ্চলে বিক্রির দাবি জানান

হিলি বাজারের বিক্রেতা শাকিল খান বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় খানিকটা বেড়েছে যে কারণে দাম নিম্নমুখী রয়েছে ভারত থেকে সীমান্ত দিয়ে চোরাইপথে পেঁয়াজ আসার পরিমাণ আগের তুলনায় খানিকটা বেড়েছে পাশাপাশি আমদানীকৃত পেঁয়াজের সরবরাহ বাড়ছে তাছাড়া দাম বেশি হওয়ায় এখন বাজারে নতুন পাতা পেঁয়াজের চাহিদা বাড়ছে ফলে বাজারে আমদানীকৃত পেঁয়াজের মোটামুটি সরবরাহ রয়েছে যার কারণে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন