এফবিসিসিআই সভাপতির সঙ্গে ডি৮ মহাসচিবের বৈঠক

ডি৮-এর মহাসচিব দাতো কু জাফার কু শারির সঙ্গে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শেখ ফজলে ফাহিম বাংলাদেশে একটি ডি৮ ইকোনমিক জোন স্থাপনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ডি৮-ভুক্ত দেশগুলোর মধ্যে আরো শক্তিশালী বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক গড়ে তুলতে বর্তমান প্রযুক্তি বাজারকে লক্ষ্য রেখে জ্ঞান বিনিময়ে সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন।

বৈঠকে ডি৮ মহাসচিব বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন প্রযুক্তিগত উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, ডি৮-এর সহপ্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশের ডি৮-ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বৈঠক শেষে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, দ্রুত অগ্রসরমাণ উন্নয়ন প্রকল্প এবং আসন্ন বিনিয়োগের সুযোগ বিষয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন