এক হাট ইজারায় এত অনিয়ম!

রাজস্ব ক্ষতি কোটি টাকা

এইচ আলিম, বগুড়া

দরপত্রের শিডিউল বিক্রির টাকা জমা হয়নি সরকারি কোষাগারে প্রথম দফায় সর্বোচ্চ দরদাতা হাট ইজারা পেয়ে অপারগতা জানালেও তার জামানত বাজেয়াপ্ত না করে উল্টো ফেরত দেয়া হয়েছে আবার চতুর্থ দফা দরপত্রে প্রায় অর্ধেক দামে একই ব্যক্তিকেই হাটটি ইজারা দেয়া হয়েছে এমন অনিয়মের ঘটনা ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলার ডাকুমারা হাট ইজারায় সরকারি তদন্তে দেখা গেছে, এতে সব মিলিয়ে কোটি টাকার উপরে রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাবতলী উপজেলায় ২২টি হাট রয়েছে এর একটি হলো ডাকুমারা হাট দশমিক ৫৭ একরের হাটটি জেলার সবচেয়ে জমজমাট দুই হাটের একটি ১৪২৬ বঙ্গাব্দের জন্য হাটটি ইজারা প্রদানে চলতি বছরের ৩০ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে গাবতলী উপজেলা প্রশাসন প্রথম দফা দরপত্রে চারজন দরদাতা অংশ নেন দফায় সর্বোচ্চ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার ডাক দিয়ে হাটটি ইজারা পান উপজেলার দক্ষিণপাড়ার বাসিন্দা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব সেলিম এরই পরিপ্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি গাবতলীর তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়ারেছ আনছারী তাকে মার্চের মধ্যে জামানত হিসেবে থাকা দরের ৩০ শতাংশ অর্থ বাদ দিয়ে অবশিষ্ট কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জমা দিতে বলেন তাকে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ হলে নিয়ম অনুযায়ী জামানত বাজেয়াপ্ত হবে এবং পুনরায় হাটটি ইজারা দেয়া হবে

তবে এর কিছুদিন পরই আহসান হাবিব সেলিম হাটটি ইজারা নিতে অপারগতা প্রকাশ করেন নিয়ম অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মতিন সরকারকেই হাটটি ইজারা দেয়া এবং সেলিমের জামানত বাজেয়াপ্ত করার কথা কিন্তু তা না করে সেলিমকে জামানত হিসেবে থাকা প্রথম দফা দরের ২৫ শতাংশ অর্থ ফেরত দেয়া হয় আবার চতুর্থ দফা দরপত্রে ৯১ লাখ ১১ হাজার ১১১ টাকা দর দেয়ার কথা জানিয়ে তাকেই হাটটি ইজারা দেয়া হয় ইজারা পেয়ে বৈশাখ থেকে টোল আদায় শুরু করেন তিনি

বিষয়টি জানতে পেরে দরপত্রে অংশগ্রহণকারী আবদুল্লাহ আল মাহমুদ হাসান রানা নামের এক ব্যক্তি মন্ত্রণালয়, রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং বগুড়ার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুফিয়া নাজিমকে তদন্তের নির্দেশ দেয়া হয় তদন্তে দেখা যায়, শুধু ইজারা দেয়া জামানত ফেরত নয়, দরপত্রের শিডিউল বিক্রি বাবদ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়নি এসব অনিয়মের কথা জানিয়ে ২৬ আগস্ট সুফিয়া নাজিম তদন্ত প্রতিবেদন জমা দেন

তদন্ত কর্মকর্তা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন