জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বণিক বার্তা প্রতিনিধি জাবি

 ডিজিটাল নিরাপত্তা আইনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী সাদ শরীফের বিরুদ্ধে মামলা করা হয়েছে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ মশাল মিছিল বের করেন মিছিলটি চৌরঙ্গী হয়ে যাচ্ছিল সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের সরকার রাজনীতি বিভাগের ৪১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাদ শরীফ প্রত্নতত্ত্ব বিভাগের ৪২ ব্যাচের সাবেক শিক্ষার্থী নূরুল আমিনকে শিবির সন্দেহে আটক করে পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয় এর মধ্যে উপাচার্যকে নিয়ে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অপপ্রচারের সঙ্গে জড়িত থাকায় সাদ শরীফকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা

বিষয়ে আশুলিয়া থানার ওসি রেজাউল হক দিপু বলেন, সাদ শরীফের ফেসবুক মেসেঞ্জারে জাবি উপাচার্যের বিরুদ্ধে অপপ্রচার চালানো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে তাই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন