খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে যুবকের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দিনাজপুরের হিলিতে খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে মুসা মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে হিলির খট্টামাধবপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। সে ওই এলাকার আবুল কালামের ছেলে ও ডাঙ্গাপাড়া বাজারের ওয়েল্ডিং ব্যবসায়ী। 

হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান সাপের কামড়ে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের বড়ভাই মোস্তাকিন হোসেন জানান, গতকাল শুক্রবার বিকেলে মুসা মিয়া তার পাশ্ববর্তী বাড়ির দেওয়াল থেকে একটি সাপ ধরে। পরে সেই সাপটিকে বস্তার মধ্যে করে স্থানীয় ডাঙ্গাপাড়া বাজারে খেলা দেখার জন্য নিয়ে আসেন। সন্ধ্যার সময় ডাঙ্গাপাড়া বাজারে সাপখেলা দেখানো শেষে সাপটিকে বস্তার ভেতরে ঢোকানো করার সময় সাপটি তাকে ছোবল দেয়।

পরে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় সে মৃত্যুবরণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন