টাইগার চ্যালেঞ্জে ফাইনালিস্ট বাংলাদেশের ১৫ দল

নিজস্ব প্রতিবেদক

এমআইটি সলভের সঙ্গে যৌথভাবে আয়োজিত টাইগার চ্যালেঞ্জের ১৫টি ফাইনালিস্ট দলের নাম ঘোষণা করা হয়েছে। ৪০০টির বেশি জমা পড়া সমাধান থেকে এমআইটি সলভ টিম যাচাই-বাছাই করে এই ১৫টি দলকে নির্বাচিত করেছে। দলগুলো ১৩-১৪ অক্টোবর ঢাকায় চূড়ান্ত পর্বে নিজেদের সমাধান উপস্থাপন করবে। চূড়ান্তভাবে বিজয়ী দল বা দলগুলো মোট কোটি টাকার বিনিয়োগ সুবিধা পাবে।

নির্বাচিত ফাইনালিস্টরা হলো আলো, আমার আস্থা, ব্রেইলি, ক্যারিয়ার কি, সিএমইডি ডিজিটাল প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিষেবা মডেল, শিশু, মহিলা প্রবীণ রোগীদের জন্য মহিলা ডাক্তারদের সক্ষম করা, গারবেজ ম্যান, জিও পোটেটো, খামার-, আইসিইউ, কৃষি উৎস-ক্ষুদ্র ধারক কৃষক, ওয়ান স্টপ সলিউশন সেন্টার, মেডিজোন, অনলাইন সহপাঠী, প্রাভা স্বাস্থ্য-ফ্যামিলি চিকিৎসক ডায়াগনস্টিকস এবং যান্ত্রিক।

১৫টি দল থেকে নির্বাচিত দল আগামী ডিসেম্বরে বৈশ্বিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবে। টাইগার চ্যালেঞ্জ টাইগার আইটি ফাউন্ডেশন এবং এমআইটি সলভের একটি উদ্যোগ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন