চাল রফতানি

সৌদি আরবের নতুন নীতিতে বিপাকে ভারত

বণিক বার্তা ডেস্ক

 চাল আমদানিতে নতুন নীতিমালা করেছে সৌদি আরব ফলে এখন চাল আমদানি করতে হলে রফতানিকারক দেশের পক্ষ থেকে চালানের সঙ্গে পণ্যের মান সনদ থাকতে হবে এতে বিপাকে পড়েছে দেশটিতে চালের অন্যতম রফতানিকারক দেশ ভারত খবর বিজনেস স্ট্যান্ডার্ড

গত সেপ্টেম্বর সৌদি আরবের মান নিয়ন্ত্রক সংস্থা সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) আমদানি করা চালের মান নির্ণয় সনদ বা সার্টিফিকেট অব কনফরমিটি (সিওসি) চালু করেছে ফলে সৌদি আরবে চাল রফতানি করতে চালানের সঙ্গে অবশ্যই সিওসি থাকতে হবে চালানের বিপরীতে সিওসি পেতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতের ব্যবসায়ীদের এফিডেভিট সরবরাহ করতে বলেছে এসএফডিএ বিশ্বব্যাপী পণ্যের মান পরীক্ষা এবং সনদ প্রদান প্রতিষ্ঠান ইন্টারটেক টিইউভি অস্ট্রিয়ার ভারতীয় শাখাকে সিওসি প্রদানের দায়িত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি আগামী বছর থেকে প্রতিষ্ঠান দুটি চাল রফতানির চালানের বিপরীতে ভারতের ব্যবসায়ীদের সিওসি প্রদান করবে

মার্কিন নিষেধাজ্ঞার ফলে দুই মাস ধরে ইরানের বাজারে ভারত থেকে চাল রফতানি অনেকটা স্থিতিশীল রয়েছে ফলে নতুন করে সৌদি আরবের মান সনদ চালু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভারতের রফতানিকারকরা আগামী বছর দেশটিতে চাল রফতানি উল্লেখযোগ্য পরিমাণ কমে যাওয়ারও আশঙ্কা করছেন তারা অবস্থায় ইরান সৌদি আরবের বিকল্প বাজার খোঁজ করছেন ভারতীয় ব্যবসায়ীরা

মুম্বাইভিত্তিক চাল রফতানিকারক প্রতিষ্ঠান আল গায়াস এক্সপোর্টের পরিচালক শরীফ ইউসুফ বলেন, সিওসি পাওয়া খুব একটা সহজ হবে না এবং একই সঙ্গে এটি বেশ ব্যয়বহুল কারণ সিওসি পাওয়ার জন্য প্রয়োজনীয় যেসব শর্ত পূরণ করা প্রয়োজন, সেটি অনেকেই করতে পারবেন না এছাড়া আগামী বছর থেকে চাল রফতানিতে বাধ্যতামূলক সার্টিফিকেট সংগ্রহ সামনে রেখে এখন থেকেই দেশটিতে চাল রফতানি কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি

ব্যবসায়ীরা বলছেন, ২০১৮-১৯ অর্থবছর ভারত থেকে সৌদি আরবে বাসমতি চাল রফতানি প্রায় ২০ শতাংশ কমেছে নতুন আইন চালুর আগে ভারতের সরকারি কর্মকর্তাসহ চাল ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এসএফডিএর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা নতুন আইনের শর্তগুলো শিথিল করার দাবি জানিয়েছিলেন কিন্তু সৌদি আরব তাদের পক্ষ থেকে অনড় অবস্থানের কথা জানিয়ে সিওসি নিতে ভারতকে আরো তিন মাস সময় বাড়িয়ে দেয়

বাসমতি চাল উৎপাদন রফতানিকারক ব্রান্ড কোহিনুর ফুডসের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক গুরনাম আরোরা জানান, সিওসি পেতে এসএফডিএর

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন