সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রী : সৌদিতে নারী শ্রমিক নির্যাতন রোধে সরকার কাজ করছে

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

 বৈদেশিক কর্মসংস্থান প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সৌদি আরবে বাংলাদেশী নারী শ্রমিক নির্যাতন হত্যা রোধে সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে নারী কর্মীদের নির্যাতনের বিষয়ে সৌদি আরবের আইনে হস্তক্ষেপের সুযোগ নেই তবে কূটনৈতিক তত্পরতার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে গতকাল দুপুরে সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি

মন্ত্রী বলেন, সম্প্রতি বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা হয়েছে আগামী নভেম্বরে সৌদি আরব সফরের সময় এসব সমস্যা নিয়ে ফের সৌদি সরকারের সঙ্গে কথা হবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নারী কর্মীদের বয়স জালিয়াতির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বন্ধে উদ্যোগ গ্রহণ করা হবে

সৌদি আরবে নির্যাতনে নিহত মানিকগঞ্জের একজন নারী গৃহকর্মীর মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে তিনি বলেন, সেখানে আইনি জটিলতা রয়েছে তা সমাধান হয়ে গেলে মরদেহ ফিরিয়ে আনা সম্ভব হবে

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুত্ফুর রহমানের সভাপতিত্বে নগরীর রিকাবীবাজারের কাজী নজরুল অডিটরিয়ামে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈদেশিক কর্মসংস্থান প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহউদ্দিন সিরাজ, কার্যনির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ

তোফায়েল আহমদ বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতাই ছিলেন না, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন তিনি বঙ্গবন্ধুর মতো দয়ালু, এত হূদয়বান নেতা বিরল একসময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমরা বাজাতে পারতাম না জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলেন কিন্তু সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক মহান নেতার কর্মী হিসেবে আমরা যেন কলুষিত না হই, আমরা যেন কলঙ্কমুক্ত থাকি সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল-উল আলম হানিফ বলেন, ২০১৫ সালে সিলেটে যে কয়টি কমিটি ছিল, ২০১৯ সালেও এসে শুনি সেগুলোই রয়েছে নতুন করে কোনো ইউনিটের কমিটি করা হয়নি এটা অবশ্যই ব্যর্থতার পরিচয় দায়িত্বশীলদের উচিত ছিল ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা

হানিফ বলেন, সিলেটে যে কয়বার সভা করতে আসি, শুনি আপনারা ঐক্যবদ্ধ হবেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন