সিআইইউতে শেয়ারবাজারে বিনিয়োগ শীর্ষক কর্মশালা

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে শেয়ারবাজারে বিনিয়োগ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। সিআইইউর ইনট্রিনসিক ফিন্যান্স ক্লাব নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। এতে বিজনেস স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও লংকাবাংলা সিকিউরিটিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেয়ারবাজারের প্রাথমিক বিশ্লেষণ, ক্যান্ডেলস্টিক ফরমেশন, পুঁজিবাজারে বিনিয়োগের ধরন, পোর্টফলিও, ব্রোকারেজ হাউজ, বিও অ্যাকাউন্ট ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের জেনারেল ম্যানেজার ও আঞ্চলিক প্রধান

মোহাম্মদ আমির হোসেন। তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে সফল হতে চাইলে প্রয়োজন কঠোর পরিশ্রম আর সময়। আবেগকে নিয়ন্ত্রণে রেখে ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে সিআইইউর বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে আগামীতে শেয়ারবাজারের পরিবর্তনের নানা দিক তুলে ধরেন। কর্মশালায় আরো বক্তব্য দেন বিশেষ অতিথি লংকাবাংলা সিকিউরিটিজের সিনিয়র ম্যানেজার আনোয়ার শাহাদাত, ম্যানেজার দিপক কুমার পালিত, সিনিয়র অফিসার মোহাম্মদ তামজিদ উল্লাহ, কৌশিক বিশ্বাস প্রমুখ।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন