গোল্ডেন হারভেস্টের রাইট শেয়ারে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিদ্যমান চারটি শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার (৩আর:) অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রাইট শেয়ারের মাধ্যমে গোল্ডেন হারভেস্টকে ১০ টাকা মূল্যে কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৪২টি শেয়ার বাজারে ছেড়ে ৮৯ কোটি ৯৩ লাখ ২৩ হাজার ৪২০ টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে কমিশন। উল্লেখ্য, বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেড আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড রাইট শেয়ার ইস্যুর ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ আংশিক ব্যাংক ঋণ পরিশোধ করবে গোল্ডেন হারভেস্ট। রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী (৩০ সেপ্টেম্বর ২০১৮), কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২২ টাকা ৯৬ পয়সা শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৪ পয়সা।    

গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় কোম্পানি জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেডের সঙ্গে যৌথভাবে বৈশ্বিক ব্র্যান্ড ডোমিনাজ পিত্জার দ্বিতীয় আউটলেট চালু করার ঘোষণা দেয় গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট কিউএসআর লিমিটেড। আউটলেটটির ৪৯ শতাংশ মালিকানা থাকবে গোল্ডেন হারভেস্ট কিউএসআরের কাছে এবং ৫১ শতাংশের মালিকানা থাকবে জুবিল্যান্ট ফুডওয়ার্কসের কাছে। নতুন আউটলেটটিতে ১১ কোটি টাকা বিনিয়োগ করবে গোল্ডেন হার্ভেস্ট কিউএসআর।

কোম্পানি সূত্রে জানা যায়, সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট কিউএসআরে মালিকানার ভিত্তিতে ডমিনোজ পিত্জার নতুন আউটলেটে ৩০ শতাংশ বা কোটি ৩০ লাখ টাকা বিনিয়োগ করবে গোল্ডেন হারভেস্ট এগ্রো। বিনিয়োগের মাধ্যমে প্রথম বছরে কোটি টাকা মুনাফা করার আশা করছে কোম্পানিটি।

কিছুদিন আগেই দেশব্যাপী কোল্ড চেইন নেটওয়ার্ক স্থাপনে বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি অর্থসংস্থান উইং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বা আইএফসির সঙ্গে যৌথভাবে একটি কোম্পানি গঠন করেছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) নামে গঠন করা কোম্পানিতে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের সাবসিডিয়ারি গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিম লিমিটেড গ্রুপের আরেক কোম্পানি গোল্ডেন হারভেস্ট ফুডস লিমিটেড কোটি ৫২ লাখ ডলার বিনিয়োগ করবে। অন্যদিকে আইএফসি বিনিয়োগ করবে ৬৫ লাখ ১০ হাজার ডলার। দেশে এটাই প্রথম কোনো কোম্পানি যারা কোল্ড চেইন নেটওয়ার্ক স্থাপনসহ অন্যান্য সার্ভিস প্রদান করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন