তামা উত্তোলন হ্রাস : শীর্ষ ১০ থেকে ছিটকে যেতে পারে জাম্বিয়া

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর জাম্বিয়ার তামা উৎপাদন আগের বছরের তুলনায় এক লাখ টন কমে যেতে পারে। এতে বিশ্বের শীর্ষ ১০ তামা উৎপাদনকারী দেশের তালিকা থেকে ছিটকে পড়তে পারে দেশটি। জাম্বিয়ার একটি শিল্প সংস্থার বিবৃতিতে সম্প্রতি তথ্য জানানো হয়েছে। খবর মেটাল বুলেটিন সিনহুয়া।

জাম্বিয়া চেম্বার অব মাইনসের (জেডসিএম) তথ্য অনুযায়ী, দেশটি এবার সব মিলিয়ে সাড়ে সাত লাখ টন তামা উত্তোলন করতে পারে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক শতাংশ কম। আগের বছর উৎপাদনের পরিমাণ ছিল সাড়ে আট লাখ টন। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে লাল ধাতুটির উত্তোলন এক লাখ টন কমে যেতে পারে।

জেডসিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা সোকওয়ারি চিলেম্বো বলেন, আফ্রিকার অন্য তামা উত্তোলনকারী দেশ কঙ্গো যখন খাতে দিন দিন সফলতা অর্জন করছে, তখন জাম্বিয়া মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। অবস্থা অব্যাহত থাকলে দেশটি শীর্ষ ১০ তামা উত্তোলনকারী দেশের তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে।

উল্লেখ্য, কঙ্গোর পর জাম্বিয়া আফ্রিকার দ্বিতীয় শীর্ষ তামা উত্তোলনকারী দেশ। লাল ধাতুটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ রফতানি পণ্য। প্রতি বছর খাতে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে জাম্বিয়া। পরিস্থিতিতে দেশটির তামা খাতে বিদ্যমান মন্দা ভাব দেশটির অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন