সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন

সাকিব নেই, একাদশ সাজাতে একটু সমস্যা হবে

ক্রীড়া প্রতিবেদক

ছবি : সংগৃহীত

আগামীকাল গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে বিরাট এক শূন্যতা নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে টাইগাররা। একাদশে নেই দেশের ইতিহাসে সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে এ বছর অনুষ্ঠিত বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে দেশের হয়ে সবচেয়ে বেশি রান ও উইকেটের মালিককে ছাড়াই আজ সূর্যকুমার যাদবের দলকে মোকাবেলা করবে নাজমুল হোসেন শান্তর দল। এ ম্যাচ সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে শান্ত অকপটে স্বীকার করেছেন, সাকিব না থাকায় একাদশ সাজাতে কিছুটা সমস্যা হবে।

সাকিব সম্প্রতি ভারতে টেস্ট সিরিজ খেলেছেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে হত্যা মামলায় আসামি করা হয় তাকে। এতে চলতি মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট সিরিজ খেলা তার জন্য অনিশ্চিত হয়ে পড়ে। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে বলেছেন, সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন