রিমান্ড শেষে কারাগারে সালাম মুর্শেদী

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য, তৈরি পোশাক খাতের উদ্যোক্তা আবদুস সালাম মুর্শেদীকে বুধবার দুইদিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে গতকাল তাকে আদালতে তোলা হয়।

সরকার পতনের দিন ঢাকার আদাবরে প্রাণহানির ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে জাতীয় দলের সাবেক ফুটবলার ও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। অন্যদিকে, জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী এহেসানুল হক সমাজী। শুনানি শেষে তাকে কারাগারে পাঠান হাকিম মো. সাইফুদ্দীন হোসাইন।

পরে আইনজীবীর আবেদনে সালাম মুর্শেদীকে কারাগারে ডিভিশন ও যথাযথ চিকিৎসা প্রদানের নির্দেশ দেন বিচারক। সরকার পতনের আন্দোলনের সময় পোশাক শ্রমিক মো. রুবেলের প্রাণহানির ঘটনায় রাজধানীর আদাবর থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে গত ২ অক্টোবর সালাম মুর্শেদীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সেদিন তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান দুই দিনের রিমান্ডে পাঠান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন