পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার
ছয় কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন। বুধবার
(২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এক
প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর
করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি
করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হওয়া ছয় পুলিশ
কর্মকর্তা হলেন মো. মতিউর রহমান শেখ, মো. আলমগীর আলম, সরদার তমিজ উদ্দিন আহমেদ, মো.
দেলোয়ার হোসেন মিঞা, মো. শাহ আলম ও মো. আবদুল্লাহ আল মাহমুদ।