দেশের বাজারে নিত্যপণ্যের দামে অস্থিরতা
থাকলেও সরকারি হিসাব বলছে সেপ্টেম্বর মাসে দেশের গড় মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে
দেশের গড় মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৯২ শতাংশে এসেছে। তবে খাদ্য মূল্যস্ফীতি দুই অংকের
ঘরেই আছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ১০ দশমিক ৪ শতাংশে ঠেকেছে।
বুধবার (২ অক্টোবর) মাসিক হালনাগাদ ভোক্তা
মূল্য সূচকের (সিপিআই) তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সেপ্টেম্বরের
সিপিআইর হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
জুলাই ও আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি
কিছুটা কমেছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলের শেষ মাস জুলাই মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬
শতাংশে উঠেছিল, খাদ্য মূল্যস্ফীতি ১৩ বছরে সর্বোচ্চ অবস্থানে গিয়ে ১৪ দশমিক ১ শতাংশে
ঠেকেছিল। পরের মাস আগস্টে গড় মূল্যস্ফীতি আরো কমে ১০ দশমিক ৪৯ শতাংশে নামে, খাদ্য মূল্যস্ফীতিও
নামে ১১ দশমিক ৩৬ শতাংশে।
সেপ্টেম্বর মাসে দেশের খাদ্য বহির্ভূত পণ্যের
মূল্যস্ফীতিও কমে ৯ দশমিক ৫ শতাংশে ঠেকেছে। আগস্টে তা ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।
তবে শহরের তুলনায় গ্রামের মানুষের নিত্যপণ্যের
কেনাকাটায় বেগ পেতে হচ্ছে বেশি। সেপ্টেম্বরে গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি এখনও ১০ দশমিক
১৫ শতাংশ যেখানে শহরাঞ্চলে ৯ দশমিক ৮৩ শতাংশ।