নোয়াখালী-৪
সংসদীয়
আসনের
সাবেক
সংসদ
সদস্য
মোহাম্মদ
একরামুল
করিম
চৌধুরীকে
গ্রেফতার
করেছে
র্যাব।
মঙ্গলবার (১
অক্টোবর)
রাতে
চট্টগ্রাম
মহানগরীর
খুলশী
এলাকা
থেকে
তাকে
গ্রেফতার
করে র্যাব-৭
এর
একটি
দল।
গ্রেফতারের বিষয়টি
নিশ্চিত
করেছেন
র্যাবের
লিগ্যাল
অ্যান্ড
মিডিয়া
উইংয়ের
পরিচালক
লেফটেন্যান্ট
কর্নেল
মুনীম
ফেরদৌস।
মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
৫ আগস্ট তৎকালীন
প্রধানমন্ত্রী
শেখ
হাসিনা
পদত্যাগ
করে
ভারত
পালিয়ে
গেলে
পরদিন
৬
আগস্ট
রাষ্ট্রপতি
সংসদ
ভেঙে
দেন।
অন্য
এমপিদেও
মতো
সেদিন
একরামুল
করিম
চৌধুরীও
সংসদ সদস্য পদ হারান।