পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে নওগাঁয় মানববন্ধন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে অ্যারোমা ইয়ুথ ওমেন অর্গানাইজেশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর জেনেও দৈনন্দিন জীবনে ব্যবহারের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রয়োজনে পলিথিন ব্যবহার হচ্ছে। বিকল্প হিসেবে কাগজের ব্যাগ ব্যবহার করা হলেও পলিথিনে আমরা অভ্যস্ত। আগামী প্রজন্মকে রক্ষায় এখনই পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে।