এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হলেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) জাতীয় গ্রিডে সরবরাহ হয় দুটি ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) মাধ্যমে। এর একটি পরিচালনা করে সামিট গ্রুপ, অন্যটি করে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি। এ প্রতিষ্ঠানে কৌশলগত উপদেষ্টা (স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর) হিসেবে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার এক্সিলারেট এনার্জি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভেন কোবোস বলেন, ‘কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পিটার হাস। ভূরাজনীতি ও বাজার সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্বজুড়ে এক্সিলারেটের গ্রাহকদের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে।’ পিটার হাস চলতি মাস থেকে কোম্পানির ওয়াশিংটন কার্যালয়ে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পিটার হাসের প্রতিক্রিয়াও রয়েছে। তিনি বলেন, ‘এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। এলএনজি খাতে নানা উদ্ভাবনী সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। এটা এমন একটা কোম্পানি, যারা কাজের উৎকর্ষ, সততা ও সহযোগিতার প্রতিনিধিত্ব করে।’

ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার ডি হাস। ২০২২ সালের মার্চ থেকে গত এপ্রিল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করেন এ কূটনীতিক। গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান পিটার হাস।

বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল আছে এক্সিলারেট এনার্জির। এর বাইরে আরো একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। ২০২৬ সাল থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহে একটি চুক্তিও করেছে এক্সিলারেট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন