ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের চার সিনেট সদস্যের চিঠি

গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

ছবি: উইকিপিডিয়া

গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের চার সদস্য। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ওই সিনেটররা এ কথা জানান।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির ওয়েবসাইটে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী আইনপ্রণেতারা হলেন— কমিটির প্রধান ও সিনেটর বেন কার্ডিন, সিনেটর ক্রিস মারফি, সিনেটর ক্রিস ভ্যান হলেন ও সিনেটর জেফ মার্কলে।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বদানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান চার সিনেটর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন