অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার হচ্ছে না —নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নাহিদ ইসলাম ছবি: ডেইলি ক্যাম্পাস

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল যে স্মরণসভা হওয়ার কথা ছিল, আপাতত সেটি হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, নিহতদের তালিকা চূড়ান্ত হওয়ার পর স্মরণসভাটি করা হবে।

গতকাল বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘তালিকা তৈরির কাজ যেহেতু এখনো চলমান তাই ১৪ সেপ্টেম্বর স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে না। তালিকা চূড়ান্ত হলে সেটার ওপর ভিত্তি করে স্মরণসভার আয়োজন করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমাদের কাছে ৭২৮ জন শহীদ ও ২০ হাজার ২৬৩ জন আহত হওয়ার তালিকা এসেছে। তাদের ঠিকানা খুঁজে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’ 

নাহিদ ইসলাম বলেন, ‘বেসরকারি বিভিন্ন সূত্র অনুসারে, ৮০০ জন শহীদের একটা তালিকা আছে, যেটার সত্যতা যাচাই করা হচ্ছে। জেলা প্রশাসকদেরও তালিকা তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে একটি চূড়ান্ত তালিকা হয়তো পাব। তারপর স্মরণসভার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ 

স্মরণসভা পালনের প্রস্তাবটি গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে পাস হয়। বৈঠকের পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, স্মরণসভায় ৫ কোটি টাকার বেশি খরচ হবে। এরপর অনেকেই এ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘স্মরণসভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে। সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। ৫ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু খরচ আরো কমের মধ্যেই হবে। সিংহভাগ খরচ মূলত ৬৪ জেলা থেকে শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে আসা; আবার এক রাত ঢাকায় অবস্থান করার ব্যবস্থা করার পেছনে যাবে।’ তিনি বলেন, ‘সাজসজ্জা বা অতিরিক্ত খরচের কোনো ব্যবস্থা নেই। এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন