স্মার্ট সলিউশন পোর্টাল উদ্বোধন করল এলএফএমইএবি

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

শ্রমিকদের ডাটাবেজ, অনলাইন রেজিস্ট্রেশন, সনদ লাইসেন্স নবায়নসহ ১৭ ধরনের সুবিধা নিয়ে স্মার্ট সলিউশন পোর্টাল নিয়ে এসেছে লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার মানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এলএফএমইএবি)

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে পোর্টালটির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের মতো পাট চামড়া শিল্পকেও এগিয়ে নিতে বলেছেন প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা আমরা শুধু কত বিলিয়ন ডলার আয় হলো সেটা দেখি না, শ্রম নিরাপত্তা শ্রমিকদের স্বাস্থ্যসেবার দিকেও লক্ষ্য রাখছি আমরা

বাংলাদেশ আর সস্তা বাজার নয় দাবি করে প্রতিমন্ত্রী আরো বলেন, গত ১৫ বছরে অর্থনীতিতে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এখন প্রস্তুত একইসাথে আঞ্চলিক প্রবৃদ্ধির দিকেও ফোকাস করছি আমরা

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জান জানোস্কি, এলএফএমইএবির সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হাসান প্রমুখ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন