স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার পেল আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট

ছবি : বিজ্ঞপ্তি থেকে

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার ২০২৩-এর সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ পুরস্কার প্রদান করা হয়। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার ক্রেস্ট গ্রহণ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, কমিশনার এবং আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন