মেয়ের বিয়েতে একটা সিনেমার সমান খরচ হবে অনুরাগ কাশ্যপের

ফিচার ডেস্ক

মেয়ের সঙ্গে অনুরাগ ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ বিয়ে করবেন সামনের বছর। দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগরকে বিয়ে করছেন তিনি। গত বছর এ জুটির এনগেজমেন্টও হয়ে গেছে। শোনা যাচ্ছে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন আলিয়া, আর সব খরচ দেবেন তার বাবা অনুরাগ।

ইয়ং, ডাম্ব অ্যান্ড অ্যাংশাস পডকাস্টের সাম্প্রতিক এক পর্বে অনুরাগ কাশ্যপ মজা করে বলেছেন, তার মেয়ে আলিয়ার বিয়ের বাজেট সম্ভবত তার একটি সিনেমার বাজেটের সমান হবে। বাবা ও মেয়ে দুজনই ছিলেন পডকাস্টে। নতুন সিনেমার শুটিংয়ের জন্য এ পডকাস্টের তারিখ পেছান অনুরাগ। এ নিয়ে মেয়ে আলিয়া অনুষ্ঠানে হাসতে হাসতে বলেন, ‘এটা (শুটিং) তোমার মেয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ!’ এমন সময় অনুরাগ বলে ওঠেন, ‘‍কারো বিয়ে আসছে সামনে। আর সে বিয়ের খরচ আমার একটা কম বাজেটের সিনেমার সমান।’ বাবার এ কথার পরই আলিয়া পুরো ঘটনা খোলাসা করে দেন, ‘‍ঠিক আছে। আমি তোমার একমাত্র মেয়ে। তুমি সৌভাগ্যবান যে তোমার একটাই সন্তান। তোমাকে এ খরচ বারবার করতে হবে না। আমি তোমার একমাত্র সন্তান, তাই এবার খরচ করলেই শেষ।’ আলিয়ার এমন কথার পর অনুরাগ পিতৃস্নেহে বলে ওঠেন, ‘তুমি খুশি থাকলেই আমি খুশি।’ ‍

একই পডকাস্টে আলিয়া অনুরাগকে জিজ্ঞেস করেন, তিনি আবার বিয়ে করতে চান কিনা। অনুরাগ কাশ্যপ এখন পর্যন্ত দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন। মেয়ের প্রশ্নের জবাবে তিনি জানান, নিজেকে তার সম্পর্ক টিকিয়ে রাখার মানুষ মনে হয় না এবং তিনি তৃতীয় বিয়ে করতে চান না। ‘‍তোমার বাবা নতুন করে বাবা হওয়ার জন্য অনেক বুড়ো মানুষ।’ আলিয়াকে বড় করার অভিজ্ঞতা নিয়ে অনুরাগ বলেন যে মনে হয় না তিনি খুব ভালো বাবা ছিলেন, তবে বাবার চেয়ে মেয়ের বন্ধু হতে চেষ্টা করেছেন বেশি। কিছুদিন আগে অনুরাগ কলকাতার এক অনুষ্ঠানে আক্ষেপ করে বলেছিলেন, তিনি মেয়ের সঙ্গে খুব বেশি সময় কাটাননি, যেটা তার করা উচিত ছিল। মেয়ে যখন ছোট, তখন তার পুরো ধ্যানজ্ঞান ছিল সিনেমার প্রতি। অনুরাগ আরো বলেন, ‘‍বয়স বাড়লে আপনি বুঝবেন যে সবচেয়ে মূল্যবান হচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটানো, ভালো বন্ধুদের কাছে থাকা, সুখী হতে শেখা এবং আমি জীবনে সে জায়গায় পৌঁছে গেছি।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন