আবৃত্তি সংগঠন কাব‍্য কুহুকের প্রথম প্রযোজনা অনুষ্ঠিত

বণিক বার্তা অনলাইন

ছবি : কাব‍্য কুহুক

বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো আবৃত্তি সংগঠন কাব্য কুহুক এর প্রথম প্রযোজনা ‘বৈশাখী আবাহন মা- মাটির জয়গান’।  শনিবার (১১ মে) অনুষ্ঠিত এ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাব্য কুহুকের সহ সভাপতি মুত্তাকিন হাসান ও সভাপতি ফারহানা তৃনা।

টেলিভিশন সংবাদ উপস্থাপক ও আবৃত্তিশিল্পী ফারহানা তৃনার নির্দেশনায় কাব্য কুহুকের সদস্যদের নিয়ে প্রযোজিত হয় এই মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আবৃত্তিশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন আজহারুল হক আজাদ, সাধারণ সম্পাদক-সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক-বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, আবৃত্তি শিল্পী শিরিন ইসলাম, দপ্তর সম্পাদক- সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, আবৃত্তিশিল্পী শামস মিঠু,নির্বাহী সদস্য-বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন