মার্চে শ্রীলংকার সিলন চা রফতানি বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি: রয়টার্স

চা শিল্পে ১৫০ বছরের গৌরবময় ইতিহাস রয়েছে শ্রীলংকার। দেশের সীমানা ছাড়িয়ে সিলন চা বিশ্বের অন্যান্য দেশেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তবে ২০২২ সালে বৈদেশিক রিজার্ভ সংকট, অর্থনীতিতে বিপর্যয়, সারের অভাবের কারণে এ‌ গৌরবের ইতিহাসে কিছুটা ভাটা পড়েছিল। কমে গিয়েছিল চা রফতানির পরিমাণ। যদিও পরের বছর থেকেই চা শিল্পে সুনাম পুনরুদ্ধারে কাজ করেছে শ্রীলংকা। গত বছর থেকেই দেশটির চা রফতানির পরিমাণ বেড়ে চলতি বছরও এ ধারা অব্যাহত আছে। খবর ইকোনমিনেক্সট। 

চলতি বছরের মার্চে শ্রীলংকার মোট চা রফতানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ২২ শতাংশ বেড়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে খাতসংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য জানিয়েছে। 

সূত্রের দেয়া তথ্যানুযায়ী, মার্চে আমদানীকৃত চা পুনঃরফতানিসহ দেশটির মোট চা রফতানির মোট পরিমাণ ছিল ২ কোটি ১২ লাখ ৫০ হাজার কেজি। এছাড়া সে মাসে এফওবি বা ফ্রি অন বোর্ড চুক্তিতে চায়ের দাম ছিল কেজিপ্রতি ১ হাজার ৭৯৫ রুপি ৮৭ সেন্ট। সে হিসাবে মার্চে দেশটির মোট রফতানি আয় বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ কোটি রুপিতে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৭ শতাংশ বেশি।

এছাড়া মার্চে বরাবরের মতোই ইরাকে সবচেয়ে বেশি চা রফতানি করেছে শ্রীলংকা। ইরাকে দেশটি ৮৪ লাখ কেজি চা রফতানি করেছে। এছাড়া ইরাকের পর সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ায় সবচেয়ে বেশি চা রফতানি করেছে শ্রীলংকা। শ্রীলংকা বিশ্বের শীর্ষস্থানীয় চা উৎপাদক। দেশটির বৈদেশিক মুদ্রা উপার্জনে এ পণ্যের বড় ভূমিকা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন