সাংবাদিকদের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী

যুক্তরাজ্য ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার মতো অনেক ক্ষেত্র রয়েছে

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত

যুক্তরাজ্য ও  বাংলাদেশের একসঙ্গে কাজ করার মতো অনেক ক্ষেত্র রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। আজ বুধবার (৮ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়ে উল্লেখ করে এ সময় অ্যান-মারি ট্রিভেলিয়ান বলেন, ‘আমরা অনেক বিষয় নিয়ে কথা বলব। বিশেষ করে ২০২৬ শেষে এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে বাংলাদেশের রূপান্তর নিয়ে। যেখানে যুক্তরাজ্য ও  বাংলাদেশের একসঙ্গে কাজ করার মত অনেক ক্ষেত্র রয়েছে। এগুলো নিয়ে আমার আমরা আলোচনা অব্যাহত রাখবো। যার মধ্যে রয়েছে দক্ষতা, শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য।’

এর আগে দুই দিনের সফরে মঙ্গলবার (৭ মে) ঢাকায় আসেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বছর ব্যবধানে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন