নারায়ণগঞ্জে ভোটার উপস্থিতি খুবই কম

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

কেন্দ্রের বাইরে পুলিশ, আনসার, নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভেতরে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা। ভোটের জন্য যা যা আয়োজন দরকার তার কোনও কিছুরই কমতি ছিল না। কিন্তু যাদের জন্য এতো সব আয়োজন, সেই ভোটারদের উপস্থিতি খুবই কম।  

শুরুর এক ঘণ্টা পেরিয়ে গেলেও একাধিক ভোটকক্ষে একটি ভোটও পড়েনি। তবে বলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিছুটা বেড়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের কুশিয়ারা গ্রামের হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় এ চিত্র দেখা গেছে। একই চিত্র অন্য কেন্দ্রেও।


কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তারা বলছেন, বৈরি আবহাওয়ার কারণে শুরুর দিকে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন। 

বন্দর ইউনিয়নের কুশিয়ারা গ্রামের হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে ভোট দিয়েছেন ‘চিংড়ি’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল৷ মহানগর বিএনপির সাবেক এ সহসভাপতি (বর্তমানে বহিষ্কৃত) এর আগে দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন । সকাল নয়টায় ভোট শুরুর এক প্রথম ঘণ্টায় এ বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রের চারটি ভোটকক্ষে কোনো ভোট পড়েনি। কেন্দ্রটির ১, ২, ৪ ও ৬ নম্বর কক্ষে থাকা ব্যালট বাক্স ফাঁকা দেখা যায়৷

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার নিজাম উদ্দিন চৌধুরী বলেন, সাধারণ নারী ভোটারদের সকালে কাজ থাকে। তাই তারা হাতের কাজ শেষ করে বেলা করেই ভোট দিতে আসে। এছাড়া বৈরি আবহাওয়ার কারণে আরও কম আসছেন। বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এ প্রিজাইডিং অফিসার।

তবে, এ বিদ্যালয়ে পুরুষ কেন্দ্রটিতে তুলনামূলক ভোটার উপস্থিতি দেখা গেছে৷ এক ঘণ্টায় পুরুষ কেন্দ্রের ছয়টি কক্ষের মধ্যে ৩ নম্বর কক্ষে সর্বোচ্চ ১৩টি ভোট পড়েছে৷ এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিনূর জামান বলেন, ‘বৃষ্টির কারণে ভোটার সংখ্যা কম। সময়ের সাথে বাড়বে।’

পাশের ২৬ নম্বর কুশিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির আটটি ভোটকক্ষের তিনটিতে প্রথম ৩০ মিনিটে কোনো ভোট পড়েনি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাকি ভোটকক্ষগুলোর মধ্যে মাত্র একটিতে সর্বোচ্চ চারটি ভোট পড়ে৷

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা কুশিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. বদরুল আলম বলেন, ‘ভোর থেকে বৃষ্টি ছিল। তবে ভোটগ্রহণের আগে বৃষ্টি থেমে যায়। নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ শুরু হলেও ভোটাররা কেন্দ্রে আসা শুরু করেননি৷’

এদিকে, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতির পাশাপাশি বিজিবির টহল দেখা গেছে৷ দায়িত্বে রয়েছেন ৯ জন নির্বাহী ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। বেলা দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা সহিংসতার খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন