মুনাফা বেড়েছে বায়োজেনের

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান বায়োজেনের। ব্যয় সংকোচন নীতি ও পুরনো কিছু ওষুধের বিক্রি বৃদ্ধি এ উল্লম্ফনের পেছনে ভূমিকা রেখেছে। গতকাল বায়োজেনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

বায়োজেন কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩৯ কোটি ৯৪ লাখ ডলার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে নিট মুনাফা ছিল ৩৮ কোটি ৭৯ লাখ ডলার।

২০২৪ সালের প্রথম প্রান্তিকে বায়োজেনের বিক্রির পরিমাণ ছিল ২২৯ কোটি ডলার। আগের প্রান্তিক অর্থাৎ ২০২৩ সালের শেষ প্রান্তিকে কোম্পানিটির বিক্রি ছিল ২৩১ কোটি ডলার। এতে ৭ শতাংশ বিক্রি কমলেও মুনাফা বেড়েছে কোম্পানিটির।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন