আজ বটতলার সাংস্কৃতিক সমাবেশ

ফিচার প্রতিবেদক

ছবি : বটতলা

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধ্বসে পড়ে। মারা যায় অনেক মানুষ। যাদের বেশিরভাগই নানা কারখানায় কাজ করতেন। সে ঘটনা স্মরণে বটতলা সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে। শ্রমিকের অধিকার আদায়ের সপক্ষে আন্দোলনরত সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে  এ আয়োজনের নাম ‘কারখানা কেন বন্দিশিবির’

আজ বুধবার (২৪ এপ্রিল) লালমাটিয়া হাউজিং সোসাইটি কলোনি মাঠে সন্ধ্যা ৭টায় আয়োজনটি শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত।

সাংস্কৃতিক সমাবেশে পথনাটক, প্রতিবাদী গান, কবিতা পরিবেশন করবে বটতলা, প্রাচ্যনাট, অপেরা নাটকের দল, নব আনন্দ, নাটনন্দন, সমগীত, থিয়েটার ৫২, মাভৈ, শায়ান, মেহেদী হাসান আকাশ এবং বটতলার সুহৃদ শিল্পী সংগঠন ও বন্ধুরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন