বাগেরহাটকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বাগেরহাটকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান এসব সংগঠনের নেতারা। গতকাল বেলা ১১টায় মোংলা উপজেলার দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদের পাড়ে মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা কলস মাথায় নিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন পশুর রিভার ওয়াটারকিপারের সভাপতি মো. নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস ও মোলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. সেলিম প্রমুখ। একই দাবিতে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 এ সময় বক্তব্য দেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহসভাপতি মুখার্জী রবীন্দ্রনাথ, সাধারণ সম্পাদক শেখ আসাদ, আব্দুস সালাম, সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, ‘চারদিকে পানি, তার পরও আমরা পানি সংকটে রয়েছি। সুপেয় পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর দেয়া রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক প্রদানের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি নাব্য হারানো নদী, খাল ও পুকুর খননের মাধ্যমে পানি সংকট নিরসনের দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, ‘মোংলা উপজেলার চারদিকে পানি থাকলেও, পানযোগ্য পানি নেই। সুন্দরবন উপকূলে ৭৩ শতাংশ পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত। বাংলাদেশ পানি আইনের ১৭ ধারা অনুযায়ী বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে।’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন