তরুণ প্রজন্মের হার্ট অ্যাটাকের প্রধান কারণ কায়িক পরিশ্রম না করা

একসময় ধারণা করা হতো হার্টের সমস্যা কেবল বয়স্ক মানুষের হয়। কথাটা ভুল। তরুণদের মধ্যেও হার্ট ডিজিজ হতে পারে, যা ইশকেমিক হার্ট ডিজিজ নামে পরিচিত। আমাদের হসপিটালে ৩৪ বছরের ভদ্রলোকও ভর্তি আছেন হার্ট অ্যাটাক নিয়ে। এর চেয়ে কম বয়সী রোগীও আছে। অল্প বয়সে ছেলেদের পেছনে প্রধান কারণ তাদের সেডেন্টারি লাইফস্টাইল। অর্থাৎ কম্পিউটার নিয়ে চেয়ার বসে কাজ করা আর ঘণ্টায় ঘণ্টায় ফাস্ট ফুড খাওয়া। তরুণ বয়সে হার্টের রোগের আরেকটা কারণ আমাদের দেশের বায়ুদূষণ। কয়েক বছর ধরে আমরা সারা পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে রয়েছি বায়ুদূষণের মধ্য দিয়ে। বায়ুদূষণ রোধ ও জোর দেয়ার জন্য আমি আমাদের দেশের সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। যতদূর সম্ভব, বায়ূদূষণ রোধে জোর দিতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে জোর দিতে হবে। হার্টের সমস্যার আরেকটা বড় কারণ শব্দদূষণ। এটা মারাত্মক আকার ধারণ করেছে বাংলাদেশে। বাংলাদেশে কেন যেন আমরা কোলেস্টেরলের ওপর এখনো জোর দিচ্ছি না। বাইরে যখনই একজন হার্টের রোগী পাওয়া যায় তখন তারা সঙ্গে সঙ্গে রোগীর কোলেস্টেরল পরীক্ষা করে। অর্থাৎ তরুণ প্রজন্মের হার্ট অ্যাটাকের প্রধান কারণ কায়িক পরিশ্রম না করা, স্বাস্থ্যসম্মত খাবার না খাওয়া এবং এশীয় জনগোষ্ঠী হিসেবে বিশেষ বৈশিষ্ট্য। এক্ষেত্রে সাবধানতা অবলম্বনের বিকল্প নেই।

ডা. সাহেলা নাসরিন

উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন