ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ছবি: এপি

চেন্নাইয়ে আজ বিশ্বকাপের উত্তাপের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলতি আসরে এটি দুই দলেরই প্রথম ম্যাচ। এ ম্যাচের তৃতীয় ওভারেই মিচেল মার্শকে ফিরিয়েছেন জাসপ্রিত বুমরাহ। তার বলে স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দেন মার্শ। এ প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৮ ওভারশেষে ৩২/১। স্মিথ ১৬ ও ওয়ার্নার ১৬ রানে ব্যাট করছিলেন।  

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, চোটগ্রস্ত ট্রাভিস হেড এখনো অ্যাডিলেডে অবস্থান করছেন, আর মার্কাস স্টয়নিস এখনো খেলতে তৈরি নয়।

ভারতীয় দলনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত শুভমান গিল এখনো সুস্থ হয়ে ওঠেননি। তার জায়গা নিয়েছেন ইশান কিশান। তিনি মনে করেন, চেন্নাইয়ের পিচে বল ঘুরবে, এখানে স্লো বোলাররা সুবিধা পাবেন।  

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার ও ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ পায় ভারত। সর্বশেষ বিশ্বকাপ জয়ের সময় তারা আয়োজক ছিল। মাঝের এই সময়ে তারা শুধু ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাই জিতেছে ইংল্যান্ডের মাটিতে। এবার শিরোপা খরা ঘুচাতে মরিয়া স্বাগতিক ভারত।

এই মিশনে প্রথমেই তাদের সামনে বিশ্বকাপের পরাশক্তি ও সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। অজিরা ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে বিশ্বকাপ জিতেছে। তারা একমাত্র দল হিসেবে টানা তিনবার বিশ্বকাপ জিতেছে।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নুস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন