জিম্বাবুয়েতে স্বর্ণ উত্তোলন ২১% বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি: রয়টার্স

জিম্বাবুয়েতে গত মাসে স্বর্ণ উত্তোলন ব্যাপক বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৫ টনে। এর আগের মাসে যা ছিল ২ হাজার ৩৭৬ টন। সে হিসাবে উত্তোলন বেড়েছে ২১ শতাংশ। খবর দ্য হেরাল্ড।

জিম্বাবুয়ের ফিডালিটি গোল্ড রিফাইনারি দেশটির একমাত্র অনুমোদিত স্বর্ণ ক্রেতা। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে স্বর্ণের সরবরাহ ছিল সবচেয়ে বেশি।

ফেব্রুয়ারিতে স্বর্ণ সরবরাহের পরিমাণ ছিল ১ হাজার ৮৯৫ টন। মার্চে তা আরো বেড়ে ২ হাজার ৪০৩ টনে উন্নীত হয়। এপ্রিলে কিছুটা কমে ২ হাজার ৩৭৬ টনে নামলেও গত মাসে তা আবারো বাড়ে।

ক্ষুদ্র খনিগুলোয় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হওয়ায় গত মাসে উত্তোলন বেড়েছে। প্রথাগতভাবে এসব খনি থেকেই সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলন হয়। তবে বড় খনিগুলোর তুলনায় ছোট খনিগুলোয় উত্তোলন ব্যবস্থা ততটা উন্নত নয়। প্রযুক্তিগত সুবিধা কম থাকায় তাদের স্বর্ণ উত্তোলনে নানা প্রতিবন্ধকতা পোহাতে হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন