নিতাইগঞ্জে মণপ্রতি চিনির দাম ১৫০ টাকা বেড়েছে

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

বাজেট ঘোষণার ২৪ ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে চিনির দাম বেড়েছে মণপ্রতি ১৫০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসে ৬ শতাংশ চিনির কাঁচামাল আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। বাজেটে একই রকম সুবিধা থাকতে পারে—এমন প্রত্যাশায় চিনির দাম কেজিপ্রতি ৪-৫ টাকা কমেছিল। কিন্তু বাজেটে চিনির শুল্ক প্রত্যাহার বা অন্য কোনো বিষয়ে নির্দেশনা না থাকায় কেজিপ্রতি পাইকারিতে দাম বেড়েছে ৩ টাকা। অর্থাৎ মণপ্রতি বেড়েছে ১৫০ টাকা। তবে বাজারে চিনির কোনো সংকট নেই। চাহিদা অনুযায়ী চিনি পাওয়া যাচ্ছে। 

নিতাইগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, পাইকারিতে চিনি বিক্রি হচ্ছে ১২৩ টাকা ৫০ পয়সা থেকে ১২৪ টাকা কেজি দরে। নিতাইগঞ্জের চিনি ব্যবসায়ী দীলিপ সাহা জানান, চার-পাঁচদিন ধরে বাজারে চিনির দাম কমে আসছিল। কেজিপ্রতি চিনি ১২০ টাকা দরে বেচাকেনা হয়েছে। কিন্তু বাজেটে চিনির ওপর থেকে শুল্ক প্রত্যাহার বা এ-সংক্রান্ত কোনো নির্দেশনা না থাকায় একদিনে দাম কেজিপ্রতি ৩-৪ টাকা বেড়েছে। 

নিতাইগঞ্জের আহসান উল্লাহ ট্রেডার্সের আহসান উল্লাহ জানান, বাজারে চিনির সংকট নেই, সরবরাহ স্বাভাবিক আছে। তার পরও কেন মিল কর্তৃপক্ষ সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করছে না, তা আমরা বুঝতে পারছি না। বাজেট ঘোষণার আগে টানা চার-পাঁচদিন দাম প্রায় প্রতিদিনই ১-২ টাকা করে কমেছিল। বাজেট ঘোষণার পর পরই এক লাফে কেজিপ্রতি ৩-৪ টাকা বেড়েছে। 

এদিকে খুচরা বাজারে চিনি বেচাকেনা হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। নগরীর দ্বিগুবাবুর বাজারের খুচরা বিক্রেতা মনিরুল ইসলাম জানান, পাইকারি বাজার থেকেই আমাদের বেশি দামে চিনি ক্রয় করতে হচ্ছে। যে কারণে ১৩০ টাকার নিচে চিনি বিক্রি করলে আমাদের কোনো লাভ থাকে না। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন