জাতীয় সংসদে বাজেট হেল্প ডেস্কের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাজেট বিষয়ে সংসদ সদস্যদের সহযোগিতা করতে জাতীয় সংসদে বসানো হয়েছে হেল্প ডেস্ক। গতকাল বিকালে এর উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহায়তা এবং ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সহযোগিতায় জাতীয় সংসদ ভবনে এটি স্থাপন করা হয়েছে। এটি বাস্তবায়ন করেছে জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু)।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাজেটবিষয়ক সুনির্দিষ্ট তথ্য সরবরাহের মাধ্যমে গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের উদ্বুদ্ধ করতে এ হেল্প ডেস্ক অগ্রণী ভূমিকা পালন করবে।’ ইউরোপীয় ইউনিয়নের ‘স্ট্রেংদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি, স্থায়ী কমিটি ও বামুর দক্ষতা উন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে।’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন