আগামীকাল প্রেক্ষাগৃহে বীরকন্যা প্রীতিলতা

ফিচার প্রতিবেদক

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবন অবলম্বনে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে রয়েছেন মনোজ প্রামাণিক। আগামীকাল বীরকন্যা প্রীতিলতা দেশের প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গতকাল দুপুরে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিিথ হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। এছাড়া ছিলেন সিনেমার কলাকুশলীরা। 

সিনেমাটি নিয়ে উদ্বোধনী প্রদর্শনীতে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘‌পিরিয়ডিক সিনেমায় অভিনয় করা একটা চ্যালেঞ্জ। প্রতিটি অভিনেতা-অভিনেত্রী তার স্বপ্নের চরিত্রে অভিনয় করতে চায়। প্রীতিলতা আমার স্বপ্নের একটি চরিত্র। এ চরিত্রে অভিনয় করে আমার খুব ভালো লাগছে। আশা করব সিনেমাটা দেখে সবাই অনুপ্রাণিত হবেন, ভালো লাগবে সিনেমাটা। ২ ঘণ্টার সিনেমায় আমরা চেষ্টা করেছি ইতিহাস তুলে ধরার।’ মনোজ প্রামাণিক বলেন, ‘‌সিনেমাটা ইতিহাস নিয়ে। এমন একটা সিনেমায় অভিনয় করে আমি গর্বিত।’

নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘‌আমি চেয়েছিলাম মাস্টারদা সূর্য সেন আর প্রীতিলতাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে। পরে মন্ত্রিমহোদয় ড. হাসান মাহমুদ এমপি আমাদের পরামর্শ দেন প্রীতিলতাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে। কারণ এর আগে প্রীতিলতার আত্মত্যাগ নিয়ে কোনো সিনেমা নির্মাণ হয়নি। আমরা চাই সিনেমাটা সবাই দেখুক, বিশেষ করে শিক্ষার্থীরা যেন এটা দেখে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন