ইইউর নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়লা রফতানিতে প্রবৃদ্ধি রাশিয়ার

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার বন্দরনগরী নাখোদকায় একটি কয়লা টার্মিনাল ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রপথে রাশিয়ার কয়লা রফতানি আবারো বাড়তে শুরু করেছে। পণ্যটি পরিবহনে ইউরোপীয় ইউনিয়ন বিধিনিষেধ শিথিল করায় রফতানিতে ভালো সম্ভাবনা দেখছে দেশটি। সেপ্টেম্বর অক্টোবরে রেকর্ড কয়লা রফতানি করে রাশিয়া। এর মধ্যে অক্টোবরে রফতানি পাঁচ বছরের সর্বোচ্চে পৌঁছায়। পণ্যবাজার গবেষণা প্রতিষ্ঠান কেপলার তথ্য জানিয়েছে।

কেপলারের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে রাশিয়ার কয়লা রফতানি কোটি ৬০ লাখ টন ছাড়িয়েছে, যা জুলাইয়ে তৈরি হওয়া পাঁচ বছরের রেকর্ডের সমান।

আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান বিমকোর বিশ্লেষক ফিলিপ গোভেয়া জানান, ইউরোপীয় ইউনিয়ন রুশ কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞার শর্ত স্পষ্ট করলে কয়লা পরিবহনে উদ্বেগ কমে আসে। কারণ এর মাধ্যমে অপারেটররা রাশিয়ার কয়লা পরিবহন করতে পারবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হয়েছেন। এছাড়া মূল্যসংবেদনশীল বাজারে চাহিদা বৃদ্ধিও রফতানি বাড়াতে সহায়তা করেছে।

রাশিয়া থেকে সমুদ্রপথে কয়লা আমদানির ওপর আগস্টে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। তবে সেপ্টেম্বরের শুরুর দিকে ইউরোপিয়ান কমিশন -সংক্রান্ত নির্দেশনায় পরিবর্তন আনে। এতে স্পষ্ট করে বলা হয়, ব্লকের দেশগুলোয় রাশিয়ান কয়লাকে স্বাগত জানাবে না ইইউ। তবে ইইউর বাইরে সরবরাহের ক্ষেত্রে জাহাজগুলোকে পরিবহন, আর্থিক বীমা পরিষেবা দিতে পারবে ব্লকের প্রতিষ্ঠানগুলো।

চীনের শুল্ক বিভাগ জানিয়েছে, ইইউর নিষেধাজ্ঞার পর রাশিয়ার কয়লা রফতানি এশিয়ামুখী হয়ে পড়ে। এর মধ্যে অক্টোবরে চীনের কোম্পানিগুলো রাশিয়া থেকে রেকর্ড কয়লা আমদানি করে। আমদানির পরিমাণ ছিল ৮৫ লাখ ৪০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি। মাসে চীনে কয়লা সরবরাহকারী দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া। এক্ষেত্রে দেশটির বাজার হিস্যা দাঁড়িয়েছে ২৩ শতাংশে।

সেপ্টেম্বর থেকে বাড়তে শুরু করলেও বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কয়লা রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। মূলত পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা এক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে। এছাড়া নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে অনেক দেশ প্রতিষ্ঠান স্বেচ্ছায় আমদানি কমিয়ে দিয়েছে।

রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানায়, জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া মোট ১৪ কোটি ৭৭ লাখ টন কয়লা রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা শতাংশ কম।

গত বছর দেশটি ২২ কোটি ৩০ লাখ টন কয়লা রফতানি করেছিল। এর মধ্যে কোটি লাখ টনের গন্তব্য ছিল ইউরোপ। ওই বছর ইউরোপে কয়লা আমদানির অর্ধেকই এসেছে রাশিয়া থেকে।

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়ার কয়লা কোম্পানিগুলো বর্তমানে জীবাশ্ম জ্বালানিটি ব্যাপক মূল্যছাড়ে বিক্রি করতে বাধ্য হচ্ছে। উদ্দেশ্য পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে বিকল্প বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করা। এজন্য ৫০-৬০ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে। এর পরও প্রতিষ্ঠানগুলো মুনাফা করতে সক্ষম হচ্ছে। কারণ স্থানীয় আন্তর্জাতিক বাজারে কয়লার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন