যুবদল নেতা হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে যুবদলের আহ্বায়ক এসএম শামসুল আলম বাবলু হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে। গতকাল বেলা ৩টায় রাজবাড়ী জেলা দায়রা জজ মো. রুহুল আমীন রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু সানোয়ার হোসেন জকি।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মৃত জামাল মিয়ার ছেলে ইয়াকুব আলী, বাবলু মিয়ার ছেলে রানা, কালুখালী উপজেলার হুগলাডাঙ্গী এলাকার আকমল বিশ্বাসের ছেলে রশিদ, রাজবাড়ী পৌরসভার আজিজ দেওয়ানের ছেলে শাহিন বেড়াডাঙ্গা এলাকার আজিজ খানের ছেলে ফরহাদ হোসেন বাপ্পি।

মামলায় খালাস পাওয়া আসামিরা হলেন খায়রুল ইসলাম, উজ্জ্বল, ফুল আরিফ কুলি আরিফ।

মামলা আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ২৪ আগস্ট রাতে শহরের বিনোদপুর এলাকায় তত্কালীন যুবদলের আহ্বায়ক এসএম শামসুল আলম বাবলুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহত বাবলুর ভাই সহিদুল ইসলাম সাতজনের নাম উল্লেখ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনের কথা উল্লেখ করে একটি মামলা করেন। পুলিশ মামলায় ১৩ জনের নামে চার্জশিট দেয়।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর উজির আলী শেখ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন