ইইউর বাজার ধরতে এলএনজি রফতানি বাড়াতে চায় মিসর

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি ১৪ শতাংশ বাড়াতে চায় মিসর। রফতানির সম্ভাব্য পরিমাণ ধরা হয়েছে ৮০ লাখ টন। দেশটির পেট্রোলিয়াম খনিজ সম্পদ মন্ত্রণালয় তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞার ঘোষণার পর থেকে ইউরোপের দেশগুলোয় রাশিয়ান গ্যাসের সরবরাহ ব্যাপক কমেছে। এমন পরিস্থিতিতে ইউরোপের জ্বালানি বাজারে নিজেদের অবস্থা শক্তিশালী করার জোর প্রয়াস চালাচ্ছে দেশটি।

এক বিবৃতিতে পেট্রোলিয়াম খনিজ সম্পদমন্ত্রী বলেন, বছর মোট এলএনজি রফতানির ৯০ শতাংশই পাঠানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয়। গত বছর অঞ্চলটিতে রফতানির হার ছিল ৮০ শতাংশ।

ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া থেকে জ্বালানি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইইউ। আগামী ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। যুদ্ধের আগে রাশিয়া ছিল ইউরোপের প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার বিকল্প উৎস থেকে তেল গ্যাস আমদানি করছে।

ইসরায়েল থেকে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে দেশটির সঙ্গে আলোচনা করেছে ইইউ। এসব এলএনজিও মিসর হয়েই আসবে। লক্ষে ইউরোপিয়ান কমিশন, মিসর ইসরায়েলের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন