পরিদর্শনকালে শিল্পমন্ত্রী

জুনে চালু হবে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

আগামী বছরের জুনে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক চালুর প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, ৪০০ একর জমিতে নির্মিত শিল্পপার্কে ৮২৯টি প্লটে কারখানার মাধ্যমে লাখ খানেক মানুষের কর্ম সংস্থানের সুযোগ হবে।

রাজশাহীসহ সারা দেশে পরিচিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান প্লট নিতে আগ্রহী বলেও জানান শিল্পমন্ত্রী। 

আজ শুক্রবার সকালে নির্মাণাধীন সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন করে এ সব কথা বলেন নূরুল মজিদ।

জুন মাসেই সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক উদ্বোধন করা হবে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক অগ্রগতি উন্নয়নে কাজ করছে। কর্মসংস্থানের জন্য ইকোনমিক জোন, শিল্পপার্কসহ নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে স্থাপন করা হচ্ছে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন