টি২০ বিশ্বকাপ

তাসকিন আগুনে পুড়ল ডাচরা, বাংলাদেশের ৯ রানের জয়

ক্রীড়া প্রতিবেদক

টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে শুভসূচনা করল বাংলাদেশ আজ হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৪ রানের পুঁজি নিয়েও পেসার তাসকিন আহমেদের খুনে বোলিংয়ে জিতেছে বাংলাদেশ রান তাড়া করতে নেমে ১৩৫ রানে অলআউট হয় ডাচরা

 

আগে ব্যাটিং করতে নেমে উইকেটে ১৪৪ রান তোলে বাংলাদেশ ওপেনিং জুটিতে নাজমুল হোসেন শান্ত (২৫) সৌম্য সরকার (১৪) পাঁচ ওভারেই ৪৩ রান তুলে বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিলেন যদিও এরপর ম্যাচে ফেরে ডাচরা দুর্দান্ত বোলিংয়ে ৭৬ রানের মধ্যে বাংলাদেশের ব্যাটারকে সাজঘরে ফেরান তারা এরপর আফিফ হোসেন (২৭ বলে ৩৮) মোসাদ্দেক হোসেনের (১২ বলে ২০) ব্যাটে ভর করে ১৪৪ রানের পুঁজি পায় বাংলাদেশ লিটন দাস () সাকিব আল হাসানের () ব্যাট আজ হাসেনি ডাচদের পক্ষে পল ফন মিকিরেন বাস ডি লিডি দুটি করে উইকেট নেন

 

রান তাড়া করতে নেমে তাসকিনের গতির আগুনে পুড়েছে ডাচরা প্রথম ওভারের প্রথম দুই বলে বিক্রমজিত্ সিং বাস ডি লিডিকে আউট করে দারুণ সূচনা এনে দেন বাংলাদেশকে এরপর মাঝে দুটি রানআউটে ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকে প্রথম রাউন্ডে সফল ব্যাটার ম্যাক্স ডাউড টম কুমার উভয়ই রান আউটের শিকার হন তাতে ডাচদের সংগ্রহ দাঁড়ায় ১৫/!

 

এরপরও হাল ছাড়েনি ডাচরা অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে নিয়ে ইনিংস মেরামত করে যাচ্ছিলেন কলিন অ্যাকারম্যান ৪৪ রান যোগ করে এই জুটি বাংলাদেশের চিন্তার কারণ হয়ে ওঠেন যদিও ১২তম ওভারে ডাচ অধিনায়ক স্কটকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরকে ফের উজ্জীবিত করে তোলেন সাকিব এরপর নিজের টানা দুই ওভারে টিম প্রিঙ্গল লোগান ফন বিককে আউট করেন পেসার হাসান মাহমুদ (৮১/)

 

নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে আরেকবার আগুণ ঝরান তাসকিন এবার ১৭তম ওভারে চার বলের ব্যবধানে তিনি সাজঘরে ফেরান শারিজ আহমেদ বিপজ্জনক হয়ে ওঠা অ্যাকারম্যানকে (১০১/) এরপর শেষ উইকেটে ডাচদের ১৩৫ পর্যন্ত নিয়ে যান ফ্রেড ক্লাসেন ফন মিকিরেন ইনিংসের শেষ বলে মিকিরেনকে আউট করেন সৌম্য সরকার

 

তাসকিন ২৪ রানে চারটি, হাসান ১৫ রানে দুটি উইকেট নেন সাকিব সৌম্যর শিকার একটি করে উইকেট পেসম্যান মুস্তাফিজুর রহমান উইকেটশূন্য থাকলেও চার ওভারে দিয়েছেন মাত্র ২০ রান

   

জয় শেষে আনন্দিত তাসকিন বলেন, এটা দারুণ এক জয় এবং আমাদের খুব প্রয়োজন ছিল একটি দল হিসেবে আমরা ভালো খেলেছি, দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি

 

প্রথম দুই বলে উইকেট শিকার নিয়ে তিনি বলেন, আমি নিজের বেসিকটা ঠিক রেখে বল করতে চেয়েছি আসলে প্রথম ইনিংসে মুভমেন্ট ছিল কাজেই আমি টেস্টের লেংথে বল করেছি আমি দুদিকেই বল মুভ করাতে পারছি, এতেই আমার মূল ফোকাস ছিল বিশ্বকাপের আগেই আমি নিয়ে কাজ করেছি

 

বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসান জয় শেষে বলেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুতপূর্ণ একটি জয় আমাদের বোর্ডে ১০ রানের ঘাটতি ছিল, তবে আমাদের বোলাররা যেভাবে বল করেছে, তা অবিশ্বাস্য ছিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন