কভিড-১৯

১০ সপ্তাহ পর ছয়জনের মৃত্যু, শনাক্ত ছাড়াল ৭০০

বণিক বার্তা অনলাইন

ছবি : নিজস্ব আলোকচিত্রী

দেশে প্রায় ১০ সপ্তাহ পর একদিনে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। একই সঙ্গে ছয়জন কভিড রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও গতকালের তুলনায় বেড়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৮১টি ল্যাবে ৫ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে ৫ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে সর্বশেষ গত ২১ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৮৮৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আগের দিন রোববার এ সংখ্যা ছিল ৫৭২। নতুন রোগীদের মধ্যে ৫৭৩ জন ঢাকা জেলার বাসিন্দা। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে আজ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনে।

ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২১ জুলাই ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারপর থেকে কভিডে দৈনিক মৃত্যু ছয়ের নিচেই ছিল। গতকাল রোববার মৃত্যুর সংখ্যা ছিল ২। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৫৯ জনে। 

অধিদপ্তর আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার সামান্য বেড়ে ১৩ দশমিক ৫৮ শতাংশ হয়েছে। আগের তিন রোববার এ হার ছিল ১২ দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। সবশেষ ৪৩৬ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন।

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন