বাগেরহাটে বিদ্যুত্স্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে কর্মরত অবস্থায় বিদ্যুতায়িত হয়ে নাদিম হোসেন (২৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ব্যবসায়ী দীপঙ্করের ভবনে কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। সময় কামরুল (৩২) নামের আরেক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।  বাগেরহাট সদর  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কামরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত নাদিম হোসেন যাত্রাপুর এলাকার দুলাল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে নাদিম, কামরুলসহ চারজন যাত্রাপুর এলাকার দীপঙ্করের ভবনে কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে কলাম তৈরির জন্য ফর্মা ওঠাচ্ছিলেন নাদিম হোসেন। সময় বিদ্যুতের তারে ফর্মা লেগে নাদিম হোসেন কামরুল গুরুতর আহত হন। পরবর্তী সময়ে দুজনকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায় অন্য সহকর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন।

এদিকে সংসারের একমাত্র অবলম্বন হারিয়ে কান্না থামছে না নাদিমের স্ত্রী রাবেয়া বেগমের। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি হারিয়ে বিপদে পড়েছে পরিবারটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন