লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ মঞ্চে হামলার অভিযোগ

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লোডশেডিং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে হামলা করে মঞ্চ ভাংচুর করা হয়েছে। জেলা বিএনপির দাবি, ছাত্রলীগ নেতা সেবাব নেওয়াজের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। সময় মঞ্চের টেবিলসহ বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাংচুর ব্যানার ছিঁড়ে ফেলে হামলাকারীরা। গতকাল দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর বাসভবনের সামনে হামলার ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত সেবাব জেলা ছাত্রলীগের সহসভপতি। তার বাবা শাহনেওয়াজ আহমেদ শানু বিএনপি নেতা হিসেবে পরিচিত। তবে তার কোনো পদ-পদবি নেই।

জেলা বিএনপি সূত্র জানায়, লোডশেডিং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সমাবেশের প্রস্তুতি নেয়া হয়। ঘটনার সময় ছাত্রলীগ নেতা সেবাবের নেতৃত্বে ৩০-৪০ জন নেতাকর্মী এসে সভাস্থলে হামলা চালায়। সময় তারা ব্যানার ছিঁড়ে ফেলে। সমাবেশস্থলে রাখা প্রায় ৫০টি প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে।

ছাত্রলীগ নেতা সেবাব নেওয়াজ দাবি করেন, ভিডিও ফুটেজে আমি নেই। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। হামলার বিষয়ে আমি কিছুই জানি না।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, বিএনপির দলীয় কোন্দলের কারণে তারা নিজেরাই ঘটনাটি ঘটিয়েছে। এতে ছাত্রলীগের কেউ জড়িত নয়। ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, হামলার ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি। ঘটনার সময় সমাবেশস্থল এলাকায় পুলিশের উপস্থিতি ছিল। বৃহস্পতিবার রাতেও ছাত্রলীগ কোনো কারণ ছাড়াই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমাদের দলে কোনো কোন্দল নেই।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, ঘটনাটি শুনেছি। একটি ভিডিও দেখেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন