পুঁজিবাজারে দরপতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকে অবনতির কারণে স্নায়ুচাপে ভুগছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। এতে আতঙ্কিত বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে দেয়ার প্রবণতা বাড়ছে। ফলে টানা দ্বিতীয় দিনের মতো গতকাল বড় দরপতন হয়েছে পুঁজিবাজারে। এদিন সূচকের পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে উল্লেখযোগ্য হারে। দৈনিক লেনদেনের পরিমাণ কমে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতির লাগাম টানতে সরকারের নেয়া রক্ষণশীল নীতির পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়েছে। গতকাল প্রকাশিত পরিসংখ্যানে বছরের জুন শেষে মুদ্রাস্ফীতির হার আরো বেড়ে দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে। এটি বিনিয়োগকারীদের স্নায়ুচাপ আরো বাড়িয়েছে। সামনের দিনগুলোয় পরিস্থিতির আরো অবনতি হতে পারে এমন শঙ্কায় তারা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। অবশ্য ক্রেতার অভাবে গতকালও অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করতে পারেননি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে দরপতন হতে থাকে, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৬৩ দশমিক ৭১ পয়েন্ট কমে হাজার ১৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন